-6788706cb2314.jpg)
কুষ্টিয়ার ভেড়ামারায় বিদেশি পিস্তল ও গুলিসহ ৪জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মোকাররমপুর ইউনিয়নের নওদাখেমিরদিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, সবুজ আলী (২৫), মো. আপন (১৮), সাকিবুল হাসান শোভন (১৮), এবং মো. নুরুন্নবী প্রামাণিক (৩২)। তারা সবাই মোকাররমপুর ইউনিয়নের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নওদাখেমিরদিয়ার এলাকার বাসিন্দা মো. বকুলের ছেলে সাখাওয়াত হোসেন বিজয়ের বাড়িতে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সবুজ আলীর নেতৃত্বে ১০ জনের একটি দল হামলা চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি বিদেশি পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ চারজনকে আটক করে।
সাখাওয়াত হোসেন বিজয়ের বাবা মো. বকুল বলেন, ‘সবুজের নেতৃত্বে ১০ জনের সন্ত্রাসী দল মোটরসাইকেলযোগে এসে আমার ছেলেকে হত্যার উদ্দেশে হামলা চালায়।’ তিনি দাবি করেন, পুলিশ ১টি বিদেশি পিস্তল উদ্ধার করলেও বাকি ২টি পিস্তল সন্ত্রাসীরা পাশে থাকা পুকুরে ফেলে দেয়।
এদিকে আটক সবুজ অভিযোগ করে বলেন, ‘সাখাওয়াত হোসেন বিজয় গত ১৪ জানুয়ারি আমার স্ত্রীর গায়ে হাত তোলায় এ বিরোধের সূত্রপাত।’
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম জানান, ‘ঘটনার খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড গুলি এবং চারজনকে আটক করা হয়েছে। পুকুরে অস্ত্র ফেলার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
আকরামুজ্জামান আরিফ/এটিআর