Logo

সারাদেশ

আমরা জুন মাসের মধ্যেই নির্বাচন চাই : মেজর হাফিজ

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৭:৩১

আমরা জুন মাসের মধ্যেই নির্বাচন চাই : মেজর হাফিজ

ছবি : বাংলাদেশের খবর

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আমরা এ বছরের জুন মাসের মধ্যেই নির্বাচন চাই।’

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ভোলার লালমোহন পৌর শহরের নিজ বাসভবনে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বুদ্ধিজীবীরা সংস্কারের নাম করে সময়ক্ষেপণ করছেন। কিন্তু সংস্কার কেবল জাতীয় সংসদের মাধ্যমেই হওয়া উচিত। জনপ্রতিনিধিরাই সংবিধান প্রণয়ন করেছেন। তারাই তা সংস্কার করবেন। আমরা এই বছরের জুন মাসের মধ্যেই নির্বাচন চাই। দেশের জনগণ সঠিকভাবে ভোট দিতে জানে। অতীতের প্রতিটি সুষ্ঠু নির্বাচনে তাদের মতামত প্রতিফলিত হয়েছে।’

মেজর হাফিজ বলেন, ‘বর্তমান দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে গেছে। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অপরাধ বেড়েছে। সরকার জুলাই অভ্যুত্থানে আহতদের যথাযথ চিকিৎসা দিতে ব্যর্থ হচ্ছে। গত পাঁচ মাসে আমরা কোনো ইতিবাচক পরিবর্তন দেখতে পাইনি।’

ভারতে অবস্থান করে শেখ হাসিনা দেশকে বিশৃঙ্খলায় ফেলার ষড়যন্ত্র করছেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘ভারতে বসে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সহায়তা নিয়ে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। এ তৎপরতা থেকে মুক্তি পেতে হলে জনগণকে সচেতন থাকতে হবে। দ্রুত নির্বাচনের দাবি জানাতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ১৭ বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। জনগণের ভোটাধিকারের জন্য এই সংগ্রাম চালিয়ে যাব।’

এ সময় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সদস্যসচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন, হোহেল আজিজ শাহীন ও এএমএম ফয়সাল হায়দার প্রমুখ।

এস মেজবাহ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর