ময়মনসিংহে হুমগুটি খেলায় লাখো মানুষের ভিড়

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:২৫

ময়মনসিংহের মুক্তাগাছার খেরুয়াজানী ইউনিয়নের কৃষ্ণবাড়ী এলাকায় বুধবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘হুমগুটি’ খেলার ৬৭তম আসর। প্রতি বছরের মতো এবারও লাখো মানুষের উপস্থিতি ছিল এই ঐতিহ্যবাহী খেলার মাঠে।
এই খেলা ময়মনসিংহের মুক্তাগাছার জমিদার অধ্যুষিত অঞ্চলের প্রাচীন সংস্কৃতির অংশ। যা ৬৬ বছর ধরে পালন হয়ে আসছে। কৃষ্ণবাড়ী এলাকায় খেলার আয়োজন শুরু হয় সকাল থেকেই। দুপুরের আগেই এলাকা ভরে যায় খেলা দেখতে আসা দর্শকদের উপস্থিতিতে। খেলার মাঠে উপস্থিত ছিলেন স্থানীয় যুব সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও উৎসাহী মানুষ।
হুমগুটি খেলার মূল উপকরণ ছিল একটি ৪০ মন ওজনের পিতলের গুটি, যা মাঠে আনা হয়েছিল বিকেল আড়াইটার দিকে। এলাকার মানুষ, বিশেষত তরুণরা, ভিড় জমান খেলাটি দেখতে। খেলা চলাকালীন এক গুটির দখল নিতে নানা দলের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। তবে খেলা চলাকালে কোনো হাঙ্গামার ঘটনা ঘটেনি।
খেলাটি প্রতিবছর পৌষের শেষে ও মাঘের প্রথম দিনে অনুষ্ঠিত হয়। যা এক সময় সপ্তাহব্যাপী চলত। স্থানীয়রা জানিয়েছেন, আগে এই খেলা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ত, যেখানে প্রতিযোগী দলগুলি গুটি লুকিয়ে রাখত এবং নির্ধারিত সময়ে গুটি খুঁজে পাওয়ার পর বিজয়ী ঘোষণা করা হতো।
মাজহারুল আজাদ বুলবুল/এমজে