মাটিতে পুঁতে রাখা হয় শিশুকে, অবশেষে মুক্তিপণ দিয়ে উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৯:৩৫

কক্সবাজারের উখিয়া উপজেলায় এক রোহিঙ্গা শিশুকে অপহরণ করে মুক্তিপণ আদায় করার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ৬ বছর বয়সী মোহাম্মদ আরাকান ৮ জানুয়ারি থাইংখালী-১৯ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের খেলার মাঠ থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর তার পরিবার থানায় অভিযোগ দায়ের করে। কিন্তু ১০ জানুয়ারি শিশুটির বাবা-মায়ের কাছে একটি ভিডিও বার্তা আসে, যেখানে আরাকান মাটিতে পুঁতে থাকার কথা জানায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ভিডিওতে শিশুটি তার বাবাকে বলছিল, ‘আব্বা, তরাতরি চেষ্টা গর। মরে গাতত গলায় পিল্লে। টিয়া দে’। অর্থাৎ, ‘বাবা দ্রুত চেষ্টা কর, আমাকে গর্তে পুঁতে ফেলেছে, টাকা দাও।’ অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে সাত লাখ টাকা দাবি করে।
শিশুটির পরিবার প্রথমে ৫০ হাজার টাকা পাঠায়। তবে শিশুটি মুক্তি না পাওয়ায় তারা আরও ১ লাখ ৬০ হাজার টাকা সংগ্রহ করে পাঠায়। ১৪ জানুয়ারি রাতে কুতুপালং এলাকায় এমএসএফ হল্যান্ড হাসপাতালের সামনে শিশুটিকে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে অপহরণকারীরা চলে যায়।
শিশুর বাবা আবদুর রহমান বলেন, ‘আমরা প্রথমে ৫০ হাজার টাকা পাঠাই। এরপর আত্মীয়স্বজনদের কাছ থেকে চাঁদা তুলে ১ লাখ ৬০ হাজার টাকা পাঠিয়ে শিশুটিকে ফেরত পাই।’
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোসেন বলেন, ‘পুলিশ প্রযুক্তি ব্যবহার করে জড়িতদের শনাক্ত করেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমজে