Logo

সারাদেশ

চাঁদা আদায়ের সময় ভুয়া সমন্বয়ক আটক

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১০:৩৩

চাঁদা আদায়ের সময় ভুয়া সমন্বয়ক আটক

ছবি : বাংলাদেশের খবর

রাজশাহীতে এক ছাত্রকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টা করার সময় তিন ভুয়া সমন্বয়ককে আটক করেছেন স্থানীয়রা। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর উপশহর এলাকায় এ ঘটনা ঘটে।  

আটককৃতরা হলেন, রাজশাহী কলেজের পলিটিক্যাল সাইন্সের শিক্ষার্থী শাহাদত হোসেন, বাংলাদেশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ও শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের শিক্ষার্থী আকাশ হোসেন। 

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর ভাষ্যমতে, বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষার্থী ফাহিম হোসেন শহরের জীম নগর ভবনের নিকট অবস্থান করছিলেন। এ সময় আটককৃতরা নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে ফাহিমকে ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলেন। অভিযোগের ভিত্তিতে তাকে জোরপূর্বক নগর ভবন থেকে তুলে নিয়ে নগরীর উপশহরে সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসার পাশের একটি পরিত্যক্ত স্থানে নিয়ে যাওয়া হয়।  

ভুক্তভোগী ফাহিম জানান, সেখানে তাকে মারধর করা হয় এবং মুক্তিপণের জন্য ১ থেকে দেড় লাখ টাকা দাবি করা হয়।  

পরে তার বন্ধুরা দ্রুত বিষয়টি স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করেন। যাচাই-বাছাই শেষে জানা যায়, আটককৃতরা প্রকৃত সমন্বয়ক নন। এরপর স্থানীয়রা তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করেন।  

নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাসুদ বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

খ্রীস্টফার জয়/এটিআর  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর