Logo

সারাদেশ

গোবিন্দগঞ্জে চালকলে যৌথ বাহিনীর অভিযান

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১১:০৫

গোবিন্দগঞ্জে চালকলে যৌথ বাহিনীর অভিযান

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সরকারের খাদ্য বিভাগের সাথে চুক্তি অনুযায়ী চাল সরবরাহ নিশ্চিত করতে তিনটি স্বয়ংক্রিয় চালকলে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার মো. আসাদুজ্জামানের নেতৃত্বে মহিমাগঞ্জ এলাকার প্রধান গ্রুপ লিমিটেডের দুটি স্বয়ংক্রিয় চালকল ও আরআরএসআর অটো রাইচ মিলের গুদামে এ অভিযান চালানো হয়। 

অভিযানে কারখানা কর্তৃপক্ষ জানায়, বাজারে ধানের দাম সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি হওয়ায় ধান সংগ্রহে ঘাটতির সৃষ্টি হয়েছে, যার ফলে চাল সরবরাহে বিলম্ব ঘটছে।  

অভিযানের পর সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, ‘আমরা কারখানাগুলোর আবেদনের ভিত্তিতে আগামী ১৫ দিনের মধ্যে চুক্তিকৃত চাল সরবরাহের নির্দেশ দিয়েছি।’ 

আতিকুর রহমান/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর