-6789e983710c7.jpg)
ছবি : প্রতিনিধি
সিলেটে ইয়াবা ট্যাবলেটের বড় চালানসহ একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে জেলার গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জ থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ তাকে আটক করে।
আটক মো. আব্দুল মুতলিব (৫২) জকিগঞ্জ উপজেলার উত্তরকুল গ্রামের মৃত মেকাই মিয়ার ছেলে। তার কাছ থেকে ২ হাজার ১৮২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে র্যাব-৯ এর মিডিয়া অফিসার মশিহুর রহমান সোহেল জানান, ২ হাজার ১৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মুতলিবকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মো.রেজাউল হক ডালিম/এটিআর