Logo

সারাদেশ

নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৪:২৪

নরসিংদীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৮
নরসিংদীতে ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৬টার দিকে পলাশ উপজেলার ঘোড়াশাল-পাঁচদোনা আঞ্চলিক সড়কের ভাগদী কদমতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

বিষয়টি নিশ্চিত করেছেন পলাশ থানার উপপরিদর্শক রেজাউল করিম। আহতরা হলেন, শরিয়তপুরের আব্দুল সাত্তার গাজীর ছেলে সালাউদ্দিন (৩০), পঞ্চগড়ের দেবীগঞ্জ নতুন বন্দর এলাকার শামসুল হকের ছেলে আশরাফুল ইসলাম (৩০), একই উপজেলার হাডিবাসা গ্রামের গোলাম মোস্তফার ছেলে জজ মিয়া (৩০),বড়তলী গ্রামের আজিজ মিয়ার ছেলে রফিক (২৮), নীলফামারীর মৃত নজরুল ইসলামের ছেলে রনি (২৯),নুর মোহাম্মদের ছেলে সুমন ইসলাম (৩০). সোনাহার এলাকার আব্দুল সাত্তারের ছেলে সেলিম মিয়া (২৮) ও রংপুরের পীরগঞ্জ এলাকার শশী চন্দ্র ধরের ছেলে সুকুমার ধর (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাঁচদোনা থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক বিপরীত দিক থেকে আসা দোয়েল পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাকের চালকসহ আটজন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়।  

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।  

পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বেলাল আহমেদ জানান, ‘ট্রাক চালক সালাউদ্দিন ও বাস চালক আশরাফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। বাসের ছয় যাত্রীও গুরুতর আহত হয়েছেন। তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।’  

পলাশ থানার উপপরিদর্শক রেজাউল করিম বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

সুমন রায়/এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর