Logo

সারাদেশ

গৌরনদীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৪:৪৬

গৌরনদীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার সরকারি আল হেলাল একাডেমি মিলনায়তনে এসব কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন খান,উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. খায়রুল ইসলাম, সাবেক সভাপতি পলাশ তালুকদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফকরুল আবেদীন তানভীর এবং সরকারি আল হেলাল একাডেমির প্রধান শিক্ষক মাওলানা আব্দুস সালাম।  

সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন বলেন, ‘শীতার্ত মানুষের কষ্ট লাঘব করতে এ ধরনের উদ্যোগ একটি মানবিক প্রয়াস। ভবিষ্যতেও এ কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।’  

উপকারভোগীরা বলেন, অর্থ অভাবে শীতে অনেক কষ্ট পোহাতে হয়। এই ধরনের উদ্যোগে আমাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর