কক্সবাজারে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, কক্সবাজার
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:০০
-678a384de6cb9.jpg)
ছবি : বাংলাদেশের খবর
কক্সবাজারের চকরিয়ায় স্বামী শওকত হাসান মেহেদীর (২৩) ছুরিকাঘাতে স্ত্রী উম্মে হাফছা তুহি (১৮) নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১ টা ২৫ মিনিটে চকরিয়া পৌরসভা এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
ঘাতক স্বামী শওকত হাসান মেহেদী চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ৩ নং ওয়ার্ডের আবুল হাশেমের ছেলে। নিহত উম্মে হাফছা তুহি চকরিয়া পৌরসভা ৯ নং ওয়ার্ড মাদ্রাসাপাড়ার সাংবাদিক আব্দুল হামিদের মেয়ে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের বাবা আব্দুল হামিদ জানান, আট মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য শারীরিক ও মানসিক ভাবে আমার মেয়েকে নির্যাতন করত। অত্যাচার-নির্যাতন সহ্য করতে না পেরে একপর্যায়ে মেয়ে আমার বাড়িতে চলে আসে। শুক্রবার বাড়ির সব পুরুষ জুমার নামাজ আদায় করতে গেলে এ সুযোগে ফাঁকা বাড়িতে আসে ঘাতক শওকত হাসান মেহেদী। এ সময় অতর্কিত হামলা চালিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে আমার মেয়েকে হত্যা করেছে।
তিনি আরও জানান, এ সময় আমার স্ত্রী পারভীন আক্তার (৩৮) মেয়েকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করতে গেলে তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করে ঘাতক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আমার গুরুতর আহত স্ত্রীকে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক অবস্থা আশঙ্কা অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি