Logo

সারাদেশ

কুমিল্লায় অভিযানে ৮ হাজার কেজি পলিথিন জব্দ

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:৫৭

কুমিল্লায় অভিযানে ৮ হাজার কেজি পলিথিন জব্দ

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লার আদর্শ সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় আট হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) কোতোয়ালি মডেল থানার সামনে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উপপরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজিবের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফরিদুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জোবায়ের হোসেন, সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ ও কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্যরা। 

পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজিব।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর