কথা কাটাকাটির জেরে চাচাতো ভাইয়ের হাতে খুন

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৮:২১
-678a4b560820d.jpg)
জামালপুরের সরিষাবাড়িতে কাটাকাটির জেরে আতাউর রহমান বিপুল (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছেন তার চাচাতো ভাই। এ সময় আরও দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় আনোয়ারা বেগম নামে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার পোঘলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আতাউর রহমান বিপুল তারাকান্দি এলাকার আনোয়ার হোসেন কালুর ছেলে।
আহতরা হলেন- নিহত বিপুলের স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও মাতা আছমা বেগম (৬০)। আছমা বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির আঙিনায় খড়ের গাদা দেওয়াকে কেন্দ্র করে বিপুল ও চাচাতো ভাই আপেলের মা আনোয়ারা বেগমের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এর কিছুক্ষণ পর আপেল বহিরাগতদের ডেকে এনে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত ভাবে বিপুল ও তার স্ত্রীর উপর হামলা করে।
এ সময় বিপুলের ডান হাত ও ডান পা কুপিয়ে কেটে ফেলে তারা। এছাড়া তার স্ত্রী মুক্তার ডান হাতের তিনটি আঙুল ও বাম পায়ের রগ কেটে যায়। এ সময় বিপুলের মা আছমা বেগম এগিয়ে এলে তারও একটি হাত ভেঙে ফেলে। পরে স্থানীয় একজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে ডেকে নিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেয়।
পরে সংবাদ পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া দুইজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সাদিকুর রহমান রোমান/এমবি