Logo

সারাদেশ

বিদেশি অস্ত্রসহ ভুয়া ডিবি পুলিশ আটক

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০৮:১০

বিদেশি অস্ত্রসহ ভুয়া ডিবি পুলিশ আটক

কুষ্টিয়ায় বিদেশি অস্ত্রসহ দুই ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলার ভেড়ামারা উপজেলাধীন ধরমপুর ইউনিয়নের হাওয়াখালী মাঠে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করার সময় তাদেরকে আটক করা হয়।  

আটককৃতরা হলেন, দৌলতপুর উপজেলার বাহিরমাদী সরকারপাড়া গ্রামের গোলাম নবীর ছেলে রজব সরকার (৩৫) এবং একই এলাকার ফজলুল হকের ছেলে দুর্জয় আলী (২৩)।  

পুলিশ সূত্রে জানা যায়, রজব সরকার ও দুর্জয় আলী দীর্ঘদিন ধরে এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে গাড়ি তল্লাশি, অস্ত্র প্রদর্শন এবং পথচারীদের কাছ থেকে টাকা ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সন্দেহজনক অবস্থায় তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।  

বিষয়টি নিশ্চিত করে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম বাংলাদেশের খবরকে বলেন, ‘হাওয়াখালী মাঠে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় তাদের আটক করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।’  

আকরামুজ্জামান আরিফ/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর