Logo

সারাদেশ

কক্সবাজারে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, পলাতক স্বামী আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:০৩

কক্সবাজারে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, পলাতক স্বামী আটক

ছবি : সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় বিয়ের ৮ মাসের মাথায় ছুরিকাঘাতে স্ত্রীকে খুন করে পালিয়ে যাওয়া ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে বান্দরবানের লামা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভুঁইয়া।

তিনি বলেন, ‘স্ত্রীকে হত্যার পর মেহেদী পালিয়ে গিয়েছিল। তবে পুলিশ এবং নিহতের পরিবারের সোর্সের মাধ্যমে তার গতিবিধি নজরদারিতে রাখা হয়। রাতে স্থানীয়রা তাকে লামা বাজারে দেখতে পেয়ে আটক করে পুলিশে হস্তান্তর করে।’

এর আগে, শুক্রবার দুপুরে মেহেদী চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মজিদিয়া মাদ্রাসা পাড়ায় শশ্বুরবাড়িতে এসে স্ত্রী উম্মে হাফসা তুহি এবং শাশুড়ি পারভীন আক্তারকে ছুরিকাঘাত করেন। এতে তুহি ঘটনাস্থলেই মারা যান, আর শাশুড়ি পারভীন আক্তার গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর