ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৪:৪৬
আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:৫৯

বান্দরবানের আলীকদমে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার লামা-আলীকদম সড়কের তারাবুনিয়া এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির টিএস ট্রাকের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. বেলাল (৩০), মো. মিনহাজ (১৮) এবং ছৈয়দ আমির (৪৫)। তারা সকলেই আলীকদম উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, লামা থেকে আলীকদমের দিকে যাওয়া মোটরসাইকেলটি তারাবুনিয়া এলাকায় পৌঁছানোর পর বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি টিএস ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। আলীকদম থানার ডিউটি অফিসার এএসআই রনেশ বড়ুয়া জানান, ‘দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। প্রাথমিক তদন্ত চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে আমরা কাজ করছি।’
স্থানীয়রা অভিযোগ করেছেন, লামা-আলীকদম সড়কে অতিরিক্ত দ্রুতগতির যানবাহন চলাচল এবং চালকদের অসাবধানতার কারণে এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা।
সোহেল কান্তি নাথ/এটিআর