-678b9300e5be0.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফেনীর পরশুরামে রাতের আঁধারে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই দুই ব্যক্তি হলেন- মো. শহিদুল্লাহ (৪০) ও মো. ইউনুস (৩৫)।
শনিবার (১৮ জানুয়ারি) বিকাল ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আদালত বসিয়ে তাদের কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে ওই ভ্রাম্যমাণ আদালত বসে। এ সময় আদালত ফুলগাজীর গোসাইপুর গ্রামের মো. শহিদুল্লাহকে ৫০ হাজার টাকা জরিমানা এবং একই উপজেলার মুন্সীরহাটের মো. ইউনুসকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এর আগে শনিবার ভোররাত ৩ টার দিকে চিথলিয়া ইউনিয়নের রাজষপুরে কৃষিজমির মাটি কাটার সময় দুটি পিকআপসহ ওই দুজনকে আটক করেন রাজষপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা। শনিবার দুপুরে আটককৃতদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানায়, অভিযুক্তরা বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা এবং ১৫ ধারা অনুযায়ী অপরাধ করেছেন। এছাড়া জব্দকৃত ট্রাকের জন্য ৫০ হাজার টাকা জরিমানা ও অপরাধে সহযোগী হিসেবে মো. ইউনুসকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এমরান পাটোয়ারী/এমবি