কিশোরকে অপহরণ করে চেয়েছিল মুক্তিপণ, গ্রেপ্তার ২

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৮:২১
-678b9cb0c0052.jpg)
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা থেকে অপহৃত মেহেদী হাসান বিপ্লব (১৪) নামের এক কিশোরকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব-১০। এ সময় তাজুল ইসলাম ও আকরাম হোসেন নামের দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে র্যাব-১০ এর মিডিয়া সেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেহেদী হাসান বিপ্লব (১৪) দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন আগানগর এলাকার একটি গার্মেন্টসে সহকারী কারিগর হিসেবে কাজ করত। তার গ্রামের বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ থানার রাজারামপুর কাশিগঞ্জ এলাকায়। গত ১২ জানুয়ারি বিকেল ৩টার দিকে গার্মেন্টস সংলগ্ন এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।
বিষয়টি জানতে পেরে ভিকটিমের বড় ভাই মোকছেদুল হক (২২) এবং গার্মেন্টসের অন্যান্য কর্মীরা সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করেন। ১৩ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে অপহরণকারীরা মেহেদীর মোবাইল ফোন থেকে তার মায়ের মোবাইলে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং হুমকি দেয়।
পরবর্তীতে ভিকটিমের বড় ভাই দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের আওতায় একটি মামলা দায়ের করেন।
অপহরণের বিষয়ে জানার পর র্যাব-১০ দ্রুত অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়। গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় ১৭ জানুয়ারি রাত ১১টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অপহৃত মেহেদী হাসান বিপ্লবকে অক্ষত অবস্থায় উদ্ধার এবং অপহরণকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
শনিবার সকালে গ্রেপ্তারকৃত তাজুল ইসলাম ও আকরাম হোসেন এবং ভিকটিম মেহেদীকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এরশাদ হোসেন/এমজে