নওগাঁয় ‘জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন’ বিষয়ক মতবিনিময় সভা
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১১:২৫
ছবি : বাংলাদেশের খবর
নওগাঁর সাপাহারে 'জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন' বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) জেলা ডাকবাংলো সাপাহার মিলনায়তনে এই সভাটি আয়োজিত হয়।
বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের আয়োজনে 'ওয়াটার সিকিউরিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ: এ স্টাডি অন দ্য রিসাইলিয়েন্স অফ ওয়াটার-এনার্জি-ফুড নেক্সাস ইন বাংলাদেশ' প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক হাসান। এছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অধিশাখা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ আলী রেজা, উপসচিব এস. এম. ইমরুল হাসান, প্রকল্প পরিচালক অধ্যাপক হাসান আল শাফী, সাপাহার সহকারী কমিশন ভূমি আবেদা সিফাতসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তব্য রাখেন।
সভায় 'জল নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন' বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রকল্প পরিচালক অধ্যাপক হাসান আল শাফী। তিনি জলবায়ু পরিবর্তনজনিত সমস্যার চ্যালেঞ্জ এবং সেগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় সাপাহার উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট খাদ্য ও জল সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বিশেষভাবে সাপাহার উপজেলায় জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় সরকারের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
জাহাঙ্গীর আলম মানিক/এমআই