Logo

সারাদেশ

ইবিতে ছবি ছাড়া এনআইডির দাবি পর্দানশীন শিক্ষার্থীদের

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ১৭:৪৩

ইবিতে ছবি ছাড়া এনআইডির দাবি পর্দানশীন শিক্ষার্থীদের

ছবি : বাংলাদেশের খবর

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন পর্দানশীন নারী শিক্ষার্থীরা।

রোববার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে তিন দফা দাবি জানান শিক্ষার্থীরা। তাদের দাবিগুলো হলো- বিগত ১৬ বছরে যেসব ইসি কর্মকর্তা পর্দানশিন নারীদের মানবাধিকার হরণ করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে; ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ন রেখেই অবিলম্বে এনআইডি প্রদান করতে হবে; ফিঙ্গারপ্রিন্ট নেয়ার ক্ষেত্রে মহিলা অফিস সহকারী বাধ্যতামূলক করতে হবে।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে, ‘পর্দানশীন নারীদের নাগরিকত্ব বঞ্চিত করা মানবতাবিরোধী অপরাধ’, ‘আমার চেহারা আমি দেখাবো না, এটা আমার প্রাইভেসির অধিকার’, ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মুখচ্ছবি দেখে পরিচয় যাচাই মূর্খতার লক্ষণ’ ইত্যাদি লেখা সম্মিলিত প্লেকার্ড দেখা যায়।

এ সময় শিক্ষার্থীরা বলেন, পর্দানশীন নারীদের ১৬ বছর যাবত নাগরিকত্ব দেওয়া হয়নি। এটা মানবতাবিরোধী অপরাধ। যেখানে ছবি ছাড়া পরিচয় শনাক্ত করা সম্ভব, সেখানে এমন আচরণ চক্রান্ত ছাড়া কিছুই নই। আমরা নাগরিকত্ব না দেওয়া স্বৈরাচারদের বিচার চাই।

মাসুম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর