![পিরোজপুরে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/01/19/Bangladesher-Khabor-MB-(12)-678cffb605d88.jpg)
ছবি : বাংলাদেশের খবর
পিরোজপুরের নেছারাবাদে রতন বেপারী (৪০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন পুলিশ।
রোববার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার সোনারগোপ নামক স্থানে একটি আম গাছের সাথে গলায় দড়ি দেয়া অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত রতন বেপারী উপজেলার বলদিয়া ইউনিয়নের লেবু বাড়ি গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত জনার্দন বেপারীর ছেলে। তিনি হোগলা পাতার খুচরা ও পাইকারি ব্যবসা করতেন।
রতন বেপারীর স্ত্রী যমুনা রানী বেপারী জানান, গত ৯ জানুয়ারি ব্যবসায়িক লেনদেনের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন রতন বেপারী। ব্যবসার খাতিরে বিভিন্ন লোকের সাথে লেনদেন করতো। শনিবার বিকেলেও আমি ও আমার ছেলের সাথে তার ফোনে কথা হয়েছে। আমি বুঝে উঠতে পারছি না কেন তিনি গলায় দড়ি দিতে যাবে।
ইউপি সদস্য মনোজ কুমার ঢালী বলেন, রতন বেপারী গ্রামে থেকে হোগলা পাতার ব্যবসা করতেন। সেই সুবাদে বিভিন্ন জায়গায় মাল ডেলিভারি দিতেন এবং টাকা পয়সা লেনদেনের জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। শুনেছি গত সপ্তাহে টাকা আদায় করার জন্য ঢাকায় গিয়েছিলেন। এখন শুনি এলাকায় গলায় দড়ি দেয়া অবস্থায় তার লাশ পাওয়া গেছে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন বলেন, তার লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সৈয়দ বশির আহম্মেদ/এমবি