Logo

সারাদেশ

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলার অভিযোগপত্র জমা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ২০:৫৪

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলার অভিযোগপত্র জমা

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যা মামলার ঘটনায় আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে কক্সবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা অরুপ কুমার।

অত্যন্ত গোপনীয়তার সাথে এ আলোচিত হত্যাকাণ্ডের অভিযোগেপত্র আদালতের কাছে জমা দেন তদন্ত কর্মকর্তা। আদালতের একটি সূত্র অভিযোগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২৩ সেপ্টেম্বর চকরিয়া পূর্ব মাইজপাড়া এলাকার মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাতির খবর পেয়ে অভিযানে যায় সেনাবাহিনীর একটি দল। ঘটনাস্থল থেকে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার একজন ডাকাতকে আটক করেন। আটক ডাকাতকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে অন্য ডাকাতরা এসে তানজিম সারোয়ারকে ধারালো ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

পরে সেনা ও পুলিশ সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সেনাবাহিনী বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর