Logo

সারাদেশ

জামালপুরে ঐতিহ্যবাহী মই দৌড় প্রতিযোগিতা

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ০৯:২৪

জামালপুরে ঐতিহ্যবাহী মই দৌড় প্রতিযোগিতা

ছবি : বাংলাদেশের খবর

জামালপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ‘ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতা’ অনুষ্ঠিত। রোববার (১৯ জানুয়ারি) বিকেলে জেলার মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় বিভিন্ন উপজেলা থেকে ১৮টি দল  অংশ নেয়। খেলা দেখতে ভিড় করেন নারী ও শিশুসহ হাজারো দর্শক।

মই দৌড় খেলার নিয়ম
খেলার নিয়ম অনুযায়ী চারটি ষাঁড় একটি মইয়ে বেঁধে দেওয়া হয়। মইয়ের ওপর দুজন ব্যক্তি উঠে নির্দিষ্ট জায়গা থেকে দৌড় শুরু করেন। সময়ের ভিত্তিতে যে দল প্রথমে গন্তব্যে পৌঁছায়, সেই দলই বিজয়ী হয়। 

ঐতিহ্য ধরে রাখার প্রয়াস
তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এবং গ্রামীণ ঐতিহ্যকে পুনর্জীবিত করতেই এ আয়োজন করেছেন তারতাপাড়া এলাকার বাসিন্দারা। আমন ধান কাটার পর বিশাল মাঠে এমন আয়োজন গ্রামের মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।  

স্থানীয়দের অনুভূতি
স্থানীয় শিক্ষার্থী রিফাত বলেন, “আগে এই খেলার কথা শুনেছি, কিন্তু কখনো দেখা হয়নি। আজ বাড়ির কাছে খেলা দেখে খুব ভালো লাগছে। এরকম আয়োজন প্রতিবছর হলে আরও ভালো হতো।”  

নুরনবী মন্ডল নামে আরেক বাসিন্দা বলেন, ‘আমার নিজের গরু দিয়ে আগে এমন খেলা করেছি। একবার প্রথম পুরস্কারও পেয়েছিলাম। কিন্তু এখন আর আগের মতো খেলা হয় না। তাই গরু পালা বাদ দিয়েছি। এই আয়োজন দেখে পুরোনো দিনের কথা মনে পড়ে গেল।’  

আয়োজকদের বক্তব্য
আয়োজক কমিটির সদস্য খাইরুল ইসলাম জানান, ‘তারতাপাড়া এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই আয়োজন করেছে। প্রতিযোগিতায় ১৮টি দল অংশ নিয়েছে। বিভিন্ন উপজেলা থেকে দলগুলো এসেছে। আমরা চেষ্টা করছি এই ঐতিহ্যকে ধরে রাখতে এবং প্রতিবছর এই খেলা আয়োজন করতে।’  

জামালপুরের এই ঐতিহ্যবাহী মই দৌড় খেলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং গ্রামীণ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার এক উজ্জ্বল উদাহরণ। স্থানীয়দের প্রত্যাশা, এই আয়োজন প্রতিবছর আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে। 

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর