Logo

সারাদেশ

সীমান্তে সুদানি নারী আটক

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১০:৩৫

সীমান্তে সুদানি নারী আটক

ছবি : বাংলাদেশের খবর

ভারত থেকে অবৈধভাবে প্রবেশকালে ফেনী সীমান্তে এক সুদানি নারী নাগরিককে আটক করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) ভোরে ফেনীর পরশুরাম উপজেলার পূর্ব নিজ কালিকাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। 

বিজিবির তথ্যমতে, আটককৃত নারীর নাম ইসলাম (২৬)। পাসপোর্টের তথ্য অনুযায়ী, তিনি কিছুদিন ভারত অবস্থান করে সোমবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় সীমান্ত পিলার ২১৫৯/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাকে আটক করা হয়। 

ফেনীস্থ ৪-বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বাংলাদেশের খবরকে বলেন, সীমান্তে অবৈধভাবে প্রবেশকালে সুদানি এক নারীকে আটক করা হয়েছে।

সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

এম. এমরান পাটোয়ারী/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর