Logo

সারাদেশ

পরিবেশ আইন অমান্য

সিমেন্ট ফ্যাক্টরিকে ৩ লাখ টাকা জরিমানা

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১১:৩৭

সিমেন্ট ফ্যাক্টরিকে ৩ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জে পরিবেশ আইন অমান্য করায় দুই সিমেন্ট ফ্যাক্টরিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (২০ জানুয়ারি) বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সদর উপজেলার পশ্চিম মুক্তারপুরে স্ক্যান সিমেন্ট ও মেট্রোসেম সিমেন্ট কারখানায় অভিযান চালিয়ে এসব জরিমানা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।

এর মধ্যে, মেট্রোসেম সিমেন্ট ফ্যাক্টরিকে পরিবেশ ছাড়পত্র নবায়ন না করার পাশাপাশি খোলা অবস্থায় কাঁচামাল ও নির্মাণ সামগ্রী রাখার অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তাদেরকে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ অনুযায়ী ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে। অন্যদিকে, স্ক্যান সিমেন্ট ফ্যাক্টরিকে একই কারণে ১ লাখ টাকা জরিমানা এবং ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সানোয়ার হোসেন এবং মুন্সীগঞ্জ থানা ও পুলিশ লাইনের দুটি পুলিশ দল।  

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর