Logo

সারাদেশ

কুয়াকাটায় রাখাইন পাড়া দখলের প্রতিবাদ

Icon

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৬:২৬

কুয়াকাটায় রাখাইন পাড়া দখলের প্রতিবাদ

কুয়াকাটায় রাখাইনদের পাড়া (আবাসস্থল) দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বেলা ১১ টায় লতাচাপলী ইউনিয়নের নয়াপাড়া সংলগ্ন ঢাকা-কুয়াকাটা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ঘণ্টাব্যাপী মানববন্ধনে মহিপুর থানার বিভিন্ন পাড়া থেকে আগত শতাধিক নারী-পুরুষ অংশ নেন।  

এ সময় বক্তব্য দেন, পটুয়াখালী জেলা রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এমং তালুকদার, সাধারণ সম্পাদক মংলাচিং রাখাইন, সাংগঠনিক সম্পাদক ম্যাথুসে রাখাইন, বাংলাদেশ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য মংমিয়া ও রাখাইনদের নারী সদস্য নুনোই, মাওয়েন প্রমুখ। 

বক্তারা বলেন, ‘সম্প্রতি সময়ে মহিপুরের আবু তাহের গাজী রাখাইনদের প্রায় দুইশ বছরের পুরোনো নয়াপাড়ার জমি দখলের চেষ্টা করে আসছেন। ১৯ জানুয়ারি তিনি লোকজন নিয়ে পাড়ার মধ্যে পিলার স্থাপন করেছেন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এসব পিলার অপসারণ না করলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন রাখাইন নেতারা।  

জাকারিয়া জাহিদ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর