Logo

সারাদেশ

মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টা, যুবক গ্রেপ্তার

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২১:৪২

মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টা, যুবক গ্রেপ্তার

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মাদ্রাসা ছাত্রী অপহরণের চেষ্টার অভিযোগে সিফাত হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) নেছারাবাদ থানায় মেয়ের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তার হওয়া সিফাত হোসেন নেছারাবাদ উপজেলার সমুদয়কাটি ইউনিয়নের সেহাঙ্গল গ্রামের মো. মিন্টু মিয়ার ছেলে। আরও দুই আসামি একই গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে মারুফ (২৫) ও মো. ইমাম হোসেনের ছেলে হৃদয় (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নেছারাবাদ উপজেলার গাজীপুর মৈশানী ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের এক ছাত্রীকে মাদ্রাসা চলাকালীন সময়ে অপহরণ করার চেষ্টা চালায়। এ সময়ে মাদ্রাসা ও স্থানীয় লোকজন বখাটেদের প্রতিরোধ করে মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করেন। 

এ বিষয়ে ওই ছাত্রীর বাবা জানান, আমার মেয়ে মাদ্রাসায় যাওয়া আসার পথে বিভিন্ন সময়ে ডিস্টার্ব করে আসছিল। তাদের মৌখিকভাবে বিভিন্ন সময়ে বারণ করেছি। ওরা বখাটে প্রকৃতির লোক, তাই ক্ষিপ্ত হয়ে আমার মেয়েকে অপহরণ করার চেষ্টা করেছিল। স্থানীয় লোকজন দেখে ফেলায় মেয়েকে চড়-থাপ্পড় দিয়ে পালিয়ে যায়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন জানান, এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অভ্যস্ত রয়েছে।

সৈয়দ বশির আহম্মেদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর