Logo

সারাদেশ

সিলেটে একজনকে কুপিয়ে হত‍্যা

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১২:৪৬

সিলেটে একজনকে কুপিয়ে হত‍্যা

সিলেটের কানাইঘাটে ছালিক আহমদ (৪৮) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার লক্ষীপাশা পূর্ব ইউনিয়নের লক্ষ্মীপুর (মনিপুর) গ্রামের সুরমা নদীর পারে এ ঘটনা ঘটে। নিহত ছালিক ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার রাত ১১ টার দিকে সালিক আহমদ স্থানীয় লুভারপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ‍্যে নদী পার হওয়ামাত্র প্রতিপক্ষের লোকেরা তাকে কুপিয়ে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

নিহতের পরিবারের দাবি, ছালিকের ছেলের সঙ্গে একই গ্রামের আশিক উদ্দিনের ভাতিজার কিছুদিন আগে গরু চরানো নিয়ে ঝগড়া হয়। বিষয়টি স্থানীয় সালিশি ব‍্যক্তিরা সমাধানের চেষ্টা করলেও হয়নি। এরই জের ধরে সোমবার রাতে তার ওপর অতর্কিত হামলা করেন আশিক আলী ও তার সহযোগিরা।

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আউয়াল বাংলাদেশের খবরকে বলেন, নিহতের পরিবারের মৌখিক অভিযোগ পেয়ে আমরা অভিযুক্তদের আটক করতে চেষ্টা চালাচ্ছি। তিনি বলেন, ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

দাফনের পর মামল দায়ের করা হবে বলেও জানিয়েছে নিহতের পরিবার। 

রেজাউল হক ডালিম/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর