চন্দনাইশে লুটপাটের ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৩:৩০
-678f4d1125419.jpg)
চন্দনাইশে ভূমিদস্যু ও সন্ত্রাসীদের দ্বারা ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মামলা হওয়ার পরও আসামিরা প্রকাশ্যে হুমকি প্রদান ও জায়গা দখলের চেষ্টা করছে। এ ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদ জানিয়ে এবং আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
সোমবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার দোহাজারী পৌরসভার একটি রেস্টুরেন্টে ভুক্তভোগী রাখাল দাসের ছেলে কাজল দাস লিখিত বক্তব্যে বলেন, দোহাজারী পৌরসভার ৯নং ওয়ার্ডের ভূমিদস্যু সঞ্জিত দাশ, ধন দাশ, তাপস এবং সন্ত্রাসী ফেরদৌসের নেতৃত্বে গত ৫ জানুয়ারি তাদের ৪৫ বছরের পুরনো বসতবাড়ি ভেঙে লুটপাট করা হয়। এ সময় তাদের মাটির গুদাম ঘর, টিনের রান্নাঘর, বৈদ্যুতিক মিটারসহ বাড়ির সকল আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং আনুমানিক ৩ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়।
তিনি আরও জানান, বসতঘরের টিনের চাল, ২টি অটোরিকশা, ২টি অটোরিকশার ট্যাংকার এবং কৃষি কাজে ব্যবহৃত পাম মেশিনসহ মোট ২ লক্ষ ৩৭ হাজার টাকার মালামাল জোরপূর্বক লুটপাট করা হয়।
এ ঘটনায় চন্দনাইশ থানায় মামলা হওয়ার পরেও আসামিরা প্রকাশ্যে জায়গা দখলের চেষ্টা করছে এবং সীমানা প্রাচীর নির্মাণসহ ভুক্তভোগীদের মিথ্যা মামলার হুমকি দিচ্ছে। ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা—রাখাল দাস, মিনু দাস, রুমা দাস, বিপু দাস, বাবু দাশ—এবং চন্দনাইশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এমএইচএস