Logo

সারাদেশ

গ্রেপ্তার ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে হামলা, পুলিশ আহত

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫, ১৯:০১

গ্রেপ্তার ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে হামলা, পুলিশ আহত

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ বুলবুল আহম্মেদ সজীব (৩০) নামে এক মহানগর ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় সজীবের সমর্থকরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে একজন এসআই আহত হয়েছেন। 

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায়।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যা পৌনে ৬টায় ময়মনসিংহ নগরীর বলাশপুর মরাখলা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ সজীবকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ রাউন্ড গুলি ও একটি ম‍্যাগজিন জব্দ করা হয়।

গ্রেপ্তার সজীব ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম বলেন, অস্ত্রসহ সজীবকে গ্রেপ্তার করে মাইক্রোবাসে উঠিয়ে থানায় নিয়ে আসার পথে তার সমর্থকরা বাধা দেয়। এ সময় আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। এতে এসআই রফিকুল ইসলাম রক্তাক্ত জখম হয়। এ ঘটনায় পুলিশের দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। যার আনুমানিক ক্ষতির পরিমাণ দুই লক্ষ টাকা বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম খান জানান, এ ঘটনায় দুইটি মামলা দায়ের হয়েছে।

ডিবি পুলিশের কর্মকর্তা আরও জানান, আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হবে।

বুলবুল/এমবি  

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর