Logo

সারাদেশ

বরই গাছ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৭:২৫

বরই গাছ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতে

ছবি : বাংলাদেশের খবর

বাগেরহাটের মোরেলগঞ্জে উর্মি সাহা (২৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার পৌর শহরের বয়রাতলা এলাকায় একটি বরই গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 

ময়নাতদন্তের জন্য তার মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত উর্মি সাহা বয়রাতলা এলাকার শিব্বির তালুকদারের স্ত্রী ও পার্শ্ববতী ভাইজোড়া গ্রামের সালেছ সাহার মেয়ে। তিন বছর আগে শিব্বিরের সাথে তার বিবাহ হয়। উর্মি দম্পতির সংসারে চার মাসের একটি পুত্র সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, সকালে বিছানায় স্ত্রীকে না দেখে তার দরজা খুলে ঘরের সামনের গাছের সাথে স্ত্রীর ঝুলন্ত মরদেহ দেখতে পায় তার স্বামী শিব্বির তালুকদার। পরে তার ডাকচিৎকারে বাড়ির অন্য লোকজন ছুটে এসে থানায় খবর দেয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিব হাসান বলেন, খবর পেয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাটে পাঠানো হয়েছে। এ সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তবে নিহতের স্বজনদের মৌখিক অভিযোগে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী শিব্বির তালুকদার ও তার ভাই শাহিন তালুকদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শেখ আবু তালেব/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর