হাত দিয়ে স্কুলে যাওয়া সবুজ নিজের পায়ে দাঁড়াতে চান

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ২১:৩০
-67910f267c4d4.jpg)
ছবি : বাংলাদেশের খবর
সিরাজগঞ্জের রায়গঞ্জে উটরা হাজীপুর গ্রামের শারীরিক প্রতিবন্ধী সবুজ কুমার মাহাতো। প্রতিবন্ধী অবস্থায় জন্ম নিলেও ছোটবেলা থেকেই তার স্বপ্ন লেখাপড়া শেষ করে একদিন নিজের পায়ে দাঁড়াবে। স্বাভাবিক মানুষের মতো পা ব্যবহার করতে না পারলেও কোমল হাতে শরীরের ভার সামলিয়ে স্কুলে যাতায়াত করে তিনি।
সবুজ কুমার মাহাতো উপজেলার সোনাখাড়া ইউনিয়নের উটরা হাজীপুর গ্রামের সুবল চন্দ্র মাহাতোর ছেলে। ক্ষিরতলা আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়ে তিনি।
জানা গেছে, বাড়ি থেকে কোমরে ভর করে হাতে হেঁটে রাস্তা পেরিয়ে বাকিটা ভ্যানে করে শিক্ষা প্রতিষ্ঠানে যায় সবুজ। লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নপূরণে প্রেরণা জোগায় সহপাঠী ও শিক্ষকরা। ছোটবেলা থেকে প্রতিদিনের কাজকর্ম আর পড়ালেখায় বাবা-মা তার সহযোগী। তবুও সব বাধা পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান সবুজ।
এ প্রসঙ্গে ক্ষিরতলা আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম বলেন, সবুজ ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র। চতুর্থ শ্রেণির ৩০ জন শিক্ষার্থীর মধ্যে সবুজের রোল নম্বর দুই। স্কুল থেকেই সব সুবিধা দেওয়া হয়।
সবুজ কুমার মাহাতো বলেন, আমার মতো প্রতিবন্ধীদের অনেক অবহেলার শিকার হতে হয়। আমি চাই, প্রতিবন্ধীদের যেন কেউ অবহেলা না করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির বলেন, সবুজ কুমার মাহাতোর লেখাপড়া যেন চালিয়ে যেতে পারে এজন্য সার্বিক সহযোগিতা করা হবে। তবে সবুজের পাশে উপজেলা প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ফিরোজ/এমবি