কারখানার টিফিন খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ২৩:২৩
-67927b207405b.jpg)
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের টঙ্গীর একটি পোশাক কারখানায় সরবরাহ করা টিফিন খেয়ে অন্তত ৫০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে সিংবাড়ী মোড় এলাকার বারাকা ফ্যাশন লিমিটেডে এই ঘটনা ঘটে।
অসুস্থ শ্রমিকদের দ্রুত টঙ্গীর গুটিয়া এলাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কারখানার শ্রমিকদের সূত্রে জানা যায়, রাত সোয়া ৮টার দিকে শ্রমিকদের জন্য টিফিন সরবরাহ করা হয়। টিফিন খাওয়ার কিছুক্ষণ পর থেকেই শ্রমিকদের মধ্যে পেট ব্যথা এবং মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়।
একাধিক শ্রমিক জানান, টিফিনের খাবারের স্বাদ এবং গন্ধ অস্বাভাবিক ছিল। তাৎক্ষণিকভাবে কারখানার ভেতর প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অসুস্থদের সংখ্যা বেড়ে গেলে তাদের হাসপাতালে পাঠানো হয়।
বারাকা ফ্যাশন লিমিটেডের মানব সম্পদ বিভাগের কর্মকর্তা শাকিল আহমেদ বলেন, ঘটনার পরপরই আমরা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছি। কারখানার ভেতরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর যারা গুরুতর অসুস্থ ছিল তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
বারাকা ফ্যাশন লিমিটেড শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হাসান আলী জানান, ওভারটাইম করানোর জন্য শ্রমিকদের কারখানায় রাখা হয়েছিল। কিন্তু যে খাবার সরবরাহ করা হয়েছিল তা খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। আমরা টিফিনের মান নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো।
এএস/বিএইচ