Logo

সারাদেশ

হাইমচরে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের দাবি

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:৫৩

হাইমচরে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের দাবি

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীর পশ্চিমের চরে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা করা হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। স্থানীয়দের দাবি, দ্রুত এই প্রকল্পটি বাস্তবায়নে সরকার প্রদক্ষেপ গ্রহণ করবে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে মেঘনার পূর্বে উপজেলার তেলিরমোড় লঞ্চঘাট এলাকায় এবং দুপুরে মেঘনার পশ্চিমে নীল কমল ইউনিয়নের মাঝের বাজার (মধ্যচর) অর্থনৈতিক অঞ্চলে সমাবেশ করে এ দাবি জানান তারা। 

‘অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন আন্দোলন’ এর ব্যানারে তেলিরমোড় এলাকায় আয়োজিত সমাবেশে স্থানীয়দের মধ্যে বক্তব্য পেশ করেন, সংগঠনের আহ্বায়ক অধ্যাপক হারুনুর রশিদ, হাইমচর বাজাপ্তি রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান সিকদার,রাজনীতিবিদ আক্তার হাওলাদার, আবু তাহের সরদার, জহির মিয়াজী ও মনিরুজ্জামান।

এছাড়া মধ্য চরের সমাবেশে বক্তব্য পেশ করেন, নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নাছির উদ্দিন মোল্লা ও স্থানীয় ইউপি সদস্য মো. রতন চৌকিদার।

বক্তারা বলেন, বিগত আওয়ামী সরকার স্থানীয়দের দাবির প্রেক্ষিতে অর্থনৈতিক অঞ্চল ঘোষণা দিলেও বাস্তবায়ন করতে পারেনি। কারণ, তারা বড় বড় মেঘাপ্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিলেও লুটপাটের জন্য এসব প্রকল্প আলোর মুখ দেখেনি। অর্থনৈতিক অঞ্চল হিসেবে হাইমচরের এই এলাকা খুবই গুরুত্ব বহন করে। যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক পরিবেশ অর্থনৈতিক অঞ্চলের অনুকূলে।

তারা আরও বলেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ করতে গিয়ে আওয়ামী লীগের মন্ত্রীসহ তাদের লোকজন লুট-পাটের মহাপরিকল্পনা করে। যে কারণে বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ বাতিল হয়। হাইমচরে একইভাবে অর্থনৈতিক অঞ্চলের নামে সাবেক মন্ত্রী দীপু মনি ও তার ভাই টিপু অবৈধভাবে কয়েকশ একর জমি দখল করে টিপু নগর গড়ে তোলে। 

এসময় তারা ফ্যাসিস্টদের হাত থেকে এসব ভূমি উদ্ধার ও অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নে বর্তমান সরকারে কাছে জোর দাবি জানান।

আলআমিন ভূঁইয়া/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর