আশ্রয়ণ প্রকল্পে ঝুলছিল যুবকের মরদেহ
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১২:৩৫
পটুয়াখালীর রাঙ্গাবালীতে রেজাউল রাঢ়ী (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের গহিনখালী গ্রামের আশ্রয়ণ প্রকল্প থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রেজাউল ওই গ্রামের আব্দুল রহিম রাঢ়ীর ছেলে।
স্থানীয়রা জানান, রেজাউল ট্রলার শ্রমিক হিসেবে কাজ করতেন। শনিবার সন্ধ্যায় গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার মৃতদেহটি দেখতে পায় পরিবারের লোকজন। পরে পুলিশকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গাবালী থানার উপপরিদর্শক আল হেলাল শিকদার বলেন, ‘যুবকের মরদেহ উদ্ধার করেছি। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এটিআর/