ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে মাটিচাপা দিতে হবে : শিল্প উপদেষ্টা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ২০:২২
-6796450ff2bac.jpg)
ছবি : বাংলাদেশের খবর
ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে মাটিচাপা দিতে হবে বলে মন্তব্য করেছেন শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
রোববার (২৬ জানুয়ারি) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমাদের অবস্থানটা রাজনৈতিক ঐক্যমতের ওপরে। অন্যটা কী হতে পারত সেটাও আপনারা জানেন। ফ্যাসিবাদ বারেবারে আসার চেষ্টা করবে। আমাদের প্রধান কাজ তাকে প্রতিহত করা, ফ্যাসিবাদ যেন কখনোই মাথা উঁচু করে বাংলাদেশে দাঁড়াতে না পারে। বিচার করা এবং ফ্যাসিবাদী শক্তিকে চিরস্থায়ীভাবে বাংলাদেশে মাটি চাপা দেওয়াই আমাদের কাজ।’
উপদেষ্টা বলেন, ‘কিন্তু সেই চিরস্থায়ী মাটি দেওয়ার পরেও তারা আবার মাটি থেকে বের হওয়ার চেষ্টা করে কিন্তু। তাদের প্রতিহত করার জন্য ভিজিলেন্ট থাকতে হয়। ছাত্র-জনতাকে ভিজিলেন্ট থাকতে হয়। আমার দিক থেকে অনেক সময় সমালোচনা হচ্ছে। আমি নাকি দুর্বলতা দেখাই। ঐক্যটা মনে হয় মাঝে মাঝে দুর্বল হয়ে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘৫ আগস্টের শক্তির মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। সেটা হতে দেওয়া যাবে না। ৫ আগস্টের সমস্ত শক্তি একসাথে থাকতে হবে। যাতে ফ্যাসিবাদ কখনো ফিরে আসতে না পারে।’
তিনি বলেন, ‘যেন অন্য কোনো দেশ বাংলাদেশের আগ্রাসন চালাতে না পারে। যেন সাহস না পায়। বাংলাদেশ যেই প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে। সেই তারুণ্যের প্রতিরোধ কিন্তু সারা পৃথিবীর কাছে একটা শিক্ষণীয় ব্যাপার হয়ে দাড়িঁয়েছে।’
বাংলাদেশ থেকে মানুষ শিখবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সারা পৃথিবীর তরুণ যুবকরা যখন সংগ্রাম করবে, বাংলাদেশের ছাত্র-জনতার মতো করে সংগ্রাম করবে। যেভাবে আমরা বলি না? প্যালেসটাইনের কাছে আমরা শিখেছি। বাংলাদেশ থেকেও মানুষ শিখবে। এই জায়গাগুলো খেয়াল রাখা উচিত।’
তিনি বলেন, ‘যারা শহীদ পরিবার আপনাদের চারপাশের সন্তানদেরকে আপানাদের সন্তান হিসেবে দেখতে হবে। তারাও আপনাদের সে হিসেবে দেখবে। আপনাদের পাশে থাকার চেষ্টা করছি। থাকব বলার উপায় নাই। থাকার চেষ্টা করছি। আমরাও শিকার হয়ে গেছি। তাই যতক্ষণ সংগ্রাম ঐক্য চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়া জীবন্ত থাকবে। আর যখন সেখানে স্থবিরতা থাকে তখন দেখা যাবে আমরা আক্রান্ত হয়েছি। সংগ্রামও দুর্বল হয়ে গেছে। আমাদের আকাঙক্ষার জায়গাটা সেইভাবে হচ্ছে না।’
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শিল্প উপদেষ্টার একান্ত সচিব ড. সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, মানবাধিকার কর্মী এ এস এম নাসিরউদ্দিন এলান, সিভিল সার্জন ডা. মঞ্জুরুল আলম প্রমুখ।
আবু সাঈদ/এমজে