Logo

সারাদেশ

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বাকপ্রতিবন্ধীর

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ২০:৪০

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বাকপ্রতিবন্ধীর

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে রফিক উদ্দিন (৪০) নামের এক বাকপ্রতিবন্ধী ব্যক্তি নিহত হয়েছেন। 

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের বারইয়ারহাট পৌরসভার উত্তর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রফিক উদ্দিন মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকায় তার শ্বশুরবাড়িতে বসবাস করতেন।

জানা গেছে, বিকেলে বাকপ্রতিবন্ধী রফিক উদ্দিন রেললাইন পার হওয়ার সময় দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পরিবারের সদস্যরা এসে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী জানান, বারইয়ারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বাকপ্রতিবন্ধী নিহত হয়েছেন। আমারা যাওয়ার আগে পরিবারের লোকজন মরদেহ নিয়ে গেছে।

সাফায়েত মেহেদী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর