Logo

সারাদেশ

পিস্তল-গুলিসহ ৩ রোহিঙ্গা আটক

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৯:১২

পিস্তল-গুলিসহ ৩ রোহিঙ্গা আটক

ছবি : বাংলাদেশের খবর

টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে সিএনজি অটোরিকশা তল্লাশি চালিয়ে দুটি পুরাতন পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ তিন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার বিকেলে তাদের আটক করা হয়।

সোমবার (২৭ জানুয়ারি) বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- কক্সবাজারের উখিয়া কুতুপালং ৭নং এফডিএমএন ক্যাম্পের এ-২ ব্লকের বাসিন্দা রোহিঙ্গা শরণার্থী উচুং জোহারের ছেলে আনোয়ার শাহ (১৮), একই ক্যাম্পের দ্বীন মোহাম্মদের ছেলে মো. শরিফ (১৮) ও ফকির আহম্মদের ছেলে মো. হাসিম (২০)।

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, একটি সিএনজি অটোরিকশায় অবৈধ অস্ত্র নিয়ে যাচ্ছিল রোহিঙ্গারা। এরপর বিজিবি হোয়াইক্যং এবং দমদমিয়া চেকপোস্টে যানবাহন তল্লাশি জোরদার করে। কিছুক্ষণ পর সন্দেহভাজন সিএনজি চেকপোস্টে পৌঁছালে বিজিবির সদস্যরা তল্লাশির জন্য থামায়।

এ সময় সিএনজির তিন যাত্রীর আচরণ সন্দেহজনক হলে তাদের চেকপোস্টে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশি চলাকালে তাদের দুজনের কোমরের সাথে লুকানো ২টি পুরাতন বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে  বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর