Logo

সারাদেশ

চাঁদপুরে ইজিবাইক চাপায় শিশু শিক্ষার্থী নিহত

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ২১:৪১

চাঁদপুরে ইজিবাইক চাপায় শিশু শিক্ষার্থী নিহত

চাঁদপুরের হাইমচরে বিদ্যালয়ের সামনের সড়কে ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়ে সোহান (৮) নামে শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার আলগী উত্তর ইউনিয়নের মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহান মহজমপুর গ্রামের কাশেম রাঢ়ীর ছেলে এবং ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, দুপুরে বিদ্যালয়ের সামনের সড়কে ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয় শিশু সোহান। আশপাশের লোকজন তাকে প্রথমে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে মৃত ঘোষণা করেন।

হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মাসুদ আলম জানান, সড়ক দুর্ঘটনায় আহত শিশুটির মাথায়, হাতে, পায়ে ও পিঠে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয় এবং শিশুটির খিঁচুনি উঠে যায়।

হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন বলেন, এ ঘটনায় অভিযুক্ত ইজিবাইক চালককে আটক করা সম্ভব হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আলআমিন ভূঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর