Logo

সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ চক্রের মূলহোতা গ্রেপ্তার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৮:২৭

রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ চক্রের মূলহোতা গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের টেকনাফ জাদিমুড়া শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের দুর্ধর্ষ ডাকাত ও অপহরণ চক্রের মূলহোতা তোহা গ্রুপের প্রধান মোহাম্মদ তোহাকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবাগান ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে গ্রেপ্তারকৃত তোহাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

১৬ ব্যাটালিয়ন এপিবিএন’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার বলেন, গোপন সংবাদে জানতে পারি তোহা তার বসতবাড়িতে অবস্থান করছে- এমন খবরে একটি বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে।

এপিবিএনর এ কর্মকর্তা বলেন, তোহা ২৭ নং জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী রফিক হত্যা মামলার ২ নম্বর আসামি। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পাঁচটি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত তোহাকে মঙ্গলবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর