কক্সবাজারে ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ২১:৪২

কক্সবাজারের চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ চার পুলিশ কর্মকর্তা এবং চার কনস্টেবলের বিরুদ্ধে নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে মামলা করা হয়েছে।
এক সাংবাদিককে অপহরণপূর্বক চকরিয়া থানায় তুলে নিয়ে হত্যাচেষ্টা, মারধর, লুটপাট ও চাঁদা দাবি শেষে মামলা দিয়ে কারাগারে পাঠানোর অভিযোগে সোমবার কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ মামলাটি করেন ভিকটিম মনছুর আলম মুন্না।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট সালাহউদ্দিন আহমেদ মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
ভিকটিম মনছুর আলম মুন্না ঢাকা থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার। এ মামলায় চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া, দুই এসআই যথাক্রমে ফরহাদ রাব্বি ইশান ও সোহরাব সাকিব, এএসআই পারভেজ ও চার কনস্টেবলকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়ে জানতে চাইলে ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, মামলার বিষয়টি জেনেছি। মামলার বাদী ওই সাংবাদিক মিথ্যা নিউজ করে চাঁদা দাবি করলে আইনগত ব্যবস্থা নিতে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করি। পরে জেল থেকে মুক্তি পেয়ে প্রতিহিংসাপরায়ণ হয়ে ভিত্তিহীন মামলাটি করেছে।
আদালতের বেঞ্চ সহকারী ওসমান গনি বলেন, বিজ্ঞ বিচারক আকতার জাবেদ মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য সিআইডির বিশেষ পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি