Logo

সারাদেশ

শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ রাজনীতি ঢোকাবেন না : শামা ওবায়েদ

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৬:৫০

শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ রাজনীতি ঢোকাবেন না : শামা ওবায়েদ

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘জাতি গঠনে ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। একটি শিক্ষিত সমাজ, একটি শিক্ষিত জাতি, একটি শিক্ষিত দেশ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাই শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ রাজনীতি ঢুকাবেন না।’

বুধবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী নারানদিয়া জয়নদ্দীন মাতুব্বর উচ্চ বিদ্যালয় ও নারানদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ফ্যাসিবাদী সরকার ছাত্রসমাজকে মাথা তুলে দাঁড়াতে দেয়নি। তাদের কোনো মনযোগ ছিল না। সব জায়গায় তারা দলীয়করণ করেছে। এখন আর বাংলাদেশে ফ্যাসিবাদ নেই।’

শামা ওবায়েদ বলেন, ‘একটি নতুন বাংলাদেশ গড়তে আমাদের যারা আত্মাহুতি দিয়েছে, তাদের স্মরণ রেখেই বলছি, আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে ও তারেক রহমানের নেতৃত্বেই একটি শিক্ষিত বাংলাদেশ, একটি উন্নয়নশীল বাংলাদেশ এবং একটি কর্মঠ বাংলাদেশ আমরা উপহার দিতে পারব।’

পীরজাদা মো. নুরুল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. হাবিবুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর প্রমুখ। 

পারভেজ মিয়া/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর