Logo

সারাদেশ

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৭:০৬

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। একটি সড়কের প্রতিবন্ধকতা দূরীকরণের দাবি তাদের।

বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টার দিকে ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের শতাধিক বাসিন্দা সড়কে অবস্থান নেন।  

স্থানীয়রা ‘আমাদের রাস্তা এখন দিবি, রাস্তায় রাস্তা চাই, রাস্তা ছাড়া উপায় নাই’ এই স্লোগানে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন।

সড়ক অবরোধ করা গ্রামবাসীরা জানান, সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের পুরোনো একটি সড়ক বন্ধ করে দিয়েছে তারাসিমা অ্যাপারেলস ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড নামে দুটি কোম্পানি। প্রায় শত বছরের পুরানো সড়ক বন্ধ হওয়ায় তাদের চলাচলে বেশ সমস্যা হচ্ছে।

এই জের ধরে সড়ক পুনরুদ্ধারের দাবিতে, ধানকোড়া ইউনিয়নে তারাসীমা অ্যাপারেলস লিমিটেড ও পেয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের গেট-সংলগ্ন মহাসড়কে অবস্থান নেয় গ্রামবাসী। দুই কোম্পানির প্রতিনিধি, স্থানীয় প্রশাসন ও অবরোধকারীদের প্রতিনিধিদের মধ্যে দফায় দফায় আলোচনা চলছে।

মহাসড়ক অবরোধকারীদের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকা দিয়ে সড়কে রাতারাতি পাকা দেয়াল তুলে দেন কোম্পানি দুটির লোকজন। কোম্পানির প্রতিনিধিরা পুলিশ ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে আশ্বাস দিয়ে মহাসড়ক থেকে তাদের সরানোর চেষ্টা করছেন। কিন্তু তারা বলছেন, যতক্ষণ না সড়ক খুলে দেওয়া হবে, ততক্ষণ তারা মহাসড়ক ছাড়বেন না।

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ‘১১টা ১৫ মিনিটে থেকে ঢাকা-আরিচা মহাসড়কে গোলড়া গ্রামের মানুষ মহাসড়কে অবস্থান নেয়। এতে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। দুই পক্ষের সঙ্গেই আলোচনা চলছে। আশা করি বিষয়টি দ্রুত সমাধান হবে।’

আফ্রিদি আহাম্মেদ/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর