
কক্সবাজারের উখিয়া উপজেলার টিভি টাওয়ার এলাকা থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজন অস্ত্র কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১৫ হোয়াইক্যং ক্যাম্পের একটি বিশেষ অভিযানে তারা আটক হন।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে র্যাব-১৫ এর নিয়মিত ব্রিফিং এ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ ম ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর মৃত ঠান্ডা মিয়ার ছেলে আক্তার হোসেন (২৬) ও ক্যাম্প নং-২/ইষ্ট, ব্লক-সি এর মৃত গনু মিয়ার ছেলে মো. আব্দুর রহিম (৬৫)।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, কয়েকজন মাদক কারবারি ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে- এমন খবর পেয়ে মাদক উদ্ধারে ঘটনাস্থলে অভিযান চালায় র্যাব। এ সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
তবে অভিযানে মাদক উদ্ধার না হলেও তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটক দুইজনকে থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি