Logo

সারাদেশ

স্ত্রী হত্যার দায়ে আ.লীগ নেতার ফাঁসির দাবিতে মানববন্ধন

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ২১:০৬

স্ত্রী হত্যার দায়ে আ.লীগ নেতার ফাঁসির দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের মিরসরাইয়ে স্ত্রী হত্যার দায়ে আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিনের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহত রিজিয়া আক্তার আখিঁর পরিবার ও স্বজনরা।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা সদরে আয়োজিত এই মানববন্ধনে আখিঁর স্বজনরা তার স্বামী মঈন উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিহত আখিঁর পিতা শাহ আলম জানান, তার মেয়ে রিজিয়া আক্তার আখিঁ মনি (৩২) ১৫ বছর আগে মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মঈন উদ্দিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর থেকেই মঈন উদ্দিন তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও নির্যাতন বন্ধ হয়নি।

গত ২২ জানুয়ারি আখিঁর ঝুলন্ত মরদেহ শ্বশুরবাড়ির বসতঘর থেকে উদ্ধার করে পুলিশ। পরে তার বাবা শাহ আলম বাদী হয়ে জোরারগঞ্জ থানায় মঈন উদ্দিনকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বর্তমানে মঈন উদ্দিন জেলহাজতে রয়েছেন।

নিহত আখিঁর মা আমিনা আক্তার শিউলী অভিযোগ করে বলেন, "আমার মেয়েকে তার স্বামী দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছিল। শেষ পর্যন্ত তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই।"

আখিঁর বোন আইরিন আক্তার বলেন, "আমার বোন তার সন্তানের ভবিষ্যতের কথা ভেবে স্বামীর অত্যাচার সহ্য করেছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা মঈন উদ্দিনের ফাঁসি চাই।"

এদিকে, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ভূঁইয়া বলেন, "মঈন উদ্দিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো ছিল না। তবে তিনি হত্যার সঙ্গে জড়িত কি না, তা তদন্তসাপেক্ষে জানা যাবে।"

এ ঘটনায় তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হান্নান আল মামুন বলেন, "আখিঁর পরিবারের অভিযোগ এটি হত্যাকাণ্ড। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ফরেনসিক রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে।"

আখিঁর পরিবার মঈন উদ্দিনের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের কাছে সঠিক তদন্ত ও ন্যায়বিচারের আবেদন জানিয়েছে।

সাফায়েত মেহেদী/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর