Logo

সারাদেশ

এনআইডিতে ছবি বাতিলের দাবিতে নরসিংদীতে মানববন্ধন

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৭:৫০

এনআইডি ও পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে নারীদের চেহারা ও ছবি মেলানোর পদ্ধতি বাতিলের দাবিতে নরসিংদীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পর্দানশীন নারীরা বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নরসিংদী সদর উপজেলা পরিষদ, নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন।

সমাবেশ শেষে তারা জেলা প্রশাসক, নির্বাচন কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা তিনটি দাবী তুলে ধরেন, যেগুলো তারা অন্তর্বর্তী সরকারের কাছে মেনে নেয়ার অনুরোধ করেন।

তিনটি দাবিগুলো হলো

 ১. বিগত ১৬ বছর ধরে সাবেক ইসি কর্মকর্তারা পর্দানশীন নারীদের নাগরিকত্ব আটকে রেখে মানবাধিকার বঞ্চিত করেছেন, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। ২. পর্দানশীন নারীদের ধর্মীয় ও প্রাইভেসির অধিকার অক্ষুণ্ণ রেখে দ্রুত এনআইডি ও শিক্ষা অধিকার প্রদান করা। ৩. পরিচয় সনাক্তকরণের ক্ষেত্রে পুরনো চেহারা ও ছবি মেলানোর পদ্ধতি বাতিল করে আধুনিক ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি বাধ্যতামূলক করা এবং ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের সময় পুরুষ না এনে নারী সহকারী নিয়োগ নিশ্চিত করা।

সমাবেশে উপস্থিত নারীরা জানান, জাতীয় নির্বাচন কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয় যদি তাদের দাবি পূরণ না করে, তবে দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমান ও পর্দানশীন নারীরা বৃহৎ পরিসরে আন্দোলন শুরু করবেন।

সুমন রায়/এমআই/এনজে 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর