Logo

সারাদেশ

দুটি বহুতল ভবন গুড়িয়ে দিল রাজউক

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৮:৫০

দুটি বহুতল ভবন গুড়িয়ে দিল রাজউক

ছবি : বাংলাদেশের খবর

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কেরানীগঞ্জের টোটাইল খাল ও জলাশয়ের দখল এবং ভরাটকৃত জমি উদ্ধারে অভিযান চালিয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে দুটি বহুতল ভবন গুড়িয়ে দেয়া হয়েছে এবং শতাধিক প্লটের সীমানা প্রাচীর, বেশ কয়েকটি ভবনের আংশিক অংশ, বৈদ্যুতিক খুঁটি, সাইনবোর্ড ও গেট ভেঙে দেওয়া হয়েছে।

এছাড়া, অবৈধভাবে ভরাট করা জলাশয়ের রাস্তাগুলোও বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে, যাতে আর কোন অবৈধভাবে দখল বা জমি ভরাট করতে না পারে।

অভিযানটি পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম। রাজউক জানায়, অভিযুক্ত এলাকাগুলো সিএস রেকর্ড অনুযায়ী সরকারি সম্পত্তি, যা মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে অবৈধভাবে দখল এবং ভরাট করা হয়েছিল। এই কারণে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

তবে অভিযানে ভুক্তভোগীদের মধ্যে হাসান নামের একজন অভিযোগ করেন, ‘রাজউকের পক্ষ থেকে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি, ফলে অনেকেই আগাম প্রস্তুতি নিতে পারেননি এবং ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন।’

অভিযানে রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ আশরাফুল ইসলাম, জোন-৫ এর পরিচালক হামিদুল ইসলাম, অথরাইজড অফিসার মেহেদী হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাব আল হোসাইনসহ র‍্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের শাসনামলে কতিপয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার টোটাইল মৌজায় বিদ্যমান টোটাইল খাল, খাল সংলগ্ন নিচু কৃষিজমি ও জলাশয় মাটি ভরাট মিলিনিয়াম সিটি গড়ে তোলে।

মো. এরশাদ হোসেন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর