যারা চাঁদাবাজি করে তারা বিএনপির কেউ না : আমান উল্লাহ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৯:১৯
-679b7c47dcb7d.jpg)
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, ‘বিএনপিতে চাঁদাবাজ, দখলবাজের জায়গা নেই। যারা চাঁদাবাজি করে তারা বিএনপির কেউ না। বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদা দাবি করে তাকে পুলিশে ধরিয়ে দেন।’
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকালে কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘দীর্ঘ ১৬ বছর মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি। ঘরে ঠিকমতো ঘুমাতে পারেনি। বিএনপি নেতা কর্মীরা শত শত গায়েবি মামলা খেয়েছে। ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।’
আমান উল্লাহ বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের জন্য কাজ করছে। তারা কিছু কিছু বিষয়ে সংস্কার করছে। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। কেউ যেন ভোটার থেকে বাদ না পড়ে সেদিকে সবার খেয়াল রাখতে হবে। আগামীতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় আসলে কেরানীগঞ্জের উন্নয়ন আবার নতুন করে শুরু হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা গর্ব করে বলেছিল শেখ মুজিবের মেয়ে পালায় না। কিন্তু এই কথা বলার দুইদিন পরেই সে দেশ থেকে পালিয়ে গেছে।’
এরশাদ হোসেন/এমজে