Logo

সারাদেশ

জামালপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৫

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ২১:৪৭

জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাই এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সরিষাবাড়ি উপজেলার দিগপাইয়ের করগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- সিএনজিচালক আব্দুর রাজ্জাক, যাত্রী এনাম ফকির, আরিফুল ইসলাম, আব্দুল করিম আলাল ও আলম মিয়া। 

গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আমজাদ ফকির।

স্থানীয়রা জানান, টাঙ্গাইল জেলার মধুপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ঢাকাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। সিএনজিটি দুমড়েমুচড়ে গেছে। স্থানীয়রা উদ্ধার করে আহত দুইজনকে হাসপাতালে পাঠালে সেখানে একজনের মৃত্যু হয়।

এ বিষয়ে সরিষাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, ‘ঘটনার পরপরই ঘাতক ট্রাক পালিয়ে যায়। ট্রাকটিকে শনাক্তের চেষ্টা চলছে। সিএনজিটি জব্দ করা হয়েছে।’ 

  • মেহেদী হাসান/এমআই/এইচকে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর