-679c981dd8520.jpg)
ছবি : বাংলাদেশের খবর
রংপুরে পৃথক ৩ সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে পৃথক পৃথক স্থানে এই ৩টি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস।
তিনি বলেন, ‘রংপুর নগরীর সাতমাথা চায়না টকি নব্দীগঞ্জ বাজার এলাকায় সকাল ১০টার দিকে কুড়িগ্রামগামী নৈশ কোচ পাভেল এক্সপ্রেস এবং কাউনিয়া থেকে ছেড়ে আসা মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মাহিন্দ্রার ৩ যাত্রী নিহত হন। আরও ৪ জন গুরুতর আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তকরণের কাজ চলছে।
অপর দিকে, সকাল সাড়ে ৭টার দিকে পীরগঞ্জে সাতক্ষীরা থেকে কুড়িগ্রামগামী বাসে অপর একটি বাসের ধাক্কায় ১ জন নিহত হন। আহত হন আরও ২১ জন। পীরগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগাহ হাইওয়ে ফাঁড়ি থানার সামনে দুর্ঘটনাটি ঘটে।
অপরদিকে শহরের নজিরের হাট এলাকায় বাসের ধাক্কায় একজন পথচারী নিহত হন।
এ বিষয়ে রংপুর জেলা পুলিশ সুপার আবু সাইম বলেন, ‘ঘন কুয়াশার কারণে এই সড়ক দুর্ঘটনাগুলো ঘটেছে। বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাগুলো ঘটেছে।’
রেজাউল করিম মানিক/এমআই