Logo

সারাদেশ

১৬ দিন আটক থাকার পর টেকনাফে পৌঁছাল পণ্যবাহী জাহাজ

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫৬

১৬ দিন আটক থাকার পর টেকনাফে পৌঁছাল পণ্যবাহী জাহাজ

ছবি : বাংলাদেশের খবর

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে ১৬ দিন আটক থাকার পর একটি পণ্যবাহী জাহাজ অবশেষে মুক্তি পেয়ে টেকনাফ স্থলবন্দরে পৌঁছেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টায় জাহাজটি টেকনাফ বন্দরের ঘাটে পৌঁছে।

জানা গেছে, গত ১৬ জানুয়ারি মিয়ানমারের ইয়াংগুন থেকে টেকনাফ বন্দরের উদ্দেশে রওনা হওয়া তিনটি পণ্যবাহী জাহাজ নাফ নদীর মোহনায় আটক করে আরাকান আর্মি। এসব জাহাজে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি ও অন্যান্য মালামাল ছিল। এর মধ্যে ২০ জানুয়ারি দুটি জাহাজ ছেড়ে দেওয়া হলেও একটি জাহাজ বিদ্রোহী গোষ্ঠীর হেফাজতে ছিল। শনিবার সেটিও মুক্তি পেয়েছে।

টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী এহতেশামুল হক বাহাদুর বলেন, ‘১৬ দিন পর আটক থাকা পণ্যবাহী জাহাজটি মুক্তি পেয়েছে, যা ব্যবসায়ীদের জন্য স্বস্তির খবর। তবে, এসব ঘটনা ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, কারণ ইয়াংগুন থেকে নতুন করে কোনো পণ্যবাহী নৌযান আসছে না।’

স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, দেড় মাস পর ১৬ জানুয়ারি ইয়াংগুন থেকে কয়েকজন ব্যবসায়ীর মালামালবাহী জাহাজ টেকনাফ বন্দরের উদ্দেশে রওনা দেয়। কিন্তু নাইক্ষ্যংদিয়া এলাকায় মিয়ানমারের জলসীমায় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি "তল্লাশির নামে" জাহাজগুলো আটকে দেয়। আটক জাহাজগুলোতে আচার, শুঁটকি, সুপারি, কপিসহ ৫০ হাজারের বেশি বস্তা মালামাল ছিল, যা শওকত আলী, ওমর ফারুক, আয়াছ, এম এ হাসেম, ওমর ওয়াহিদ, আবদুর শুক্কুর ও সাদ্দামসহ বেশ কয়েকজন ব্যবসায়ীর।

আমদানিকারক মোহাম্মদ উল্লাহ বলেন, ‘১৬ দিন পর আমাদের পণ্যবাহী জাহাজ মুক্তি পেয়েছে। এতে আমাদের ১,৬০০ বস্তা শুঁটকি রয়েছে। ফলে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে।’

টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘২০ জানুয়ারি আরাকান আর্মির হেফাজতে থাকা দুটি পণ্যবাহী জাহাজ ছেড়ে দেওয়া হয়েছিল। আজ আরও একটি জাহাজ বন্দরে পৌঁছেছে। বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে এতে থাকা মালামাল খালাস করা হবে।’

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘আরও একটি পণ্যবাহী জাহাজ বন্দরে পৌঁছেছে।’

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর